March 13, 2025
আর্জেন্টিনা ৬ গোল দিয়ে উড়িয়ে দিলো ব্রাজিলকে, স্কোর ৬ঃ০

আর্জেন্টিনা ৬ গোল দিয়ে উড়িয়ে দিলো ব্রাজিলকে, স্কোর ৬ঃ০

আজকের সংবাদ ডেস্ক

২৫ জানুয়ারি, শনিবার ভেনেজুয়েলায় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ খেলায় ব্রাজিলকে ৬ গোল দিয়ে উড়িয়ে দিলো আর্জেন্টিনা! জবাবে ব্রাজিলের হিসেবের খাতা শূন্য! ৬-০ গোলে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কুপোকাত করলো আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল।

এস্তাদিও মিসায়েল দেলগাদোতে প্রতিযোগিতার “বি” গ্রুপের এই খেলায় ম্যাচের বেশীরভাগ সময়েই আধিপত্য ছিল আরজেন্টিনার।

মেসির উত্তরসূরিরা ব্রাজিলের গোলবার অভিমুখে মোট ১৩টি শুট করে। তার মধ্যে ৮টি শট ছিল লক্ষ্যে অভিমুখে। বিপরীতে ব্রাজিলের লক্ষ্য অভিমুখে শট ছিল মাত্র ২টি।

খেলার ৬ষ্ঠ মিনিটে ইয়ান সুবিয়াবরে প্রথম গোলটি করেন। এরপর ৭ম মিনিটে ক্লদিও এচেভেরি ২য় গোল দেন। ১১ মিনিটের মাথায় গিয়ে ব্রাজিলের ইগোর সেরেতো একটি আত্মঘাতী গোল করায় স্কোর দাঁড়ায় ৩-০।  প্রথমার্ধে এই শেষ,

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫২ মিনিটে অগাস্টিন রুবের্তো করেন ৪র্থ গোল। এরপর এচেভেরি নিজের ২য় ও দলের ৫ম গোলটি করেন ৫৪তম মিনিটে। পরে প্রায় ২৪ মিনিট পর শেষ ও ৬ষ্ঠ গোলটি করেন  সান্তিয়াগো হিদালগো।

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার এই শুভ সুচনায় আনন্দিত সমর্থকরা। তারা চ্যাম্পিয়নশিপ জেতার স্বপ্নে বিভোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!