March 14, 2025
নেঈমারের ঘনিষ্ট বন্ধু রবিন মিয়া আসলো বিকেএসপিতে

নেঈমারের ঘনিষ্ট বন্ধু রবিন মিয়া আসলো বিকেএসপিতে

আজকের সংবাদ ডেস্ক

২২ জানুয়ারি বিকেলে ব্রাজিলিয়ান ও বিশ্বে জনপ্রিয় ফুটবল তারকা নেঈমারের ঘনিষ্ট বন্ধু রবিন মিয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আসেন। ফলে এই সংস্থার ফুটবল খেলোয়াড়রা অনেক আনন্দিত ও অনুপ্রাণিত হন।

খেলোয়াড়রা তার কাছ থেকে নেঈমার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। যেমন তার প্রশিক্ষণ পদ্ধতি ও প্রতিদিনের জীবনযাপনের ধরন ইত্যাদি। সে সময় অতিথি রবিন মিয়া নেঈমার যে ক্লাবে খেলেন সেখানে এবং ব্রাজিলের অন্য ক্লাবগুলোতে  খেলোয়াড়দের প্রশিক্ষণ এর সুযোগের জন্য সচেষ্ট থাকবেন বলে কথা দেন।

ওই সময় রবিন মিয়া সংস্থাটির ফুটবল বিভাগের জন্য কিছু উন্নতমানের ফুটবল উপহার দেন।  এর আগে তিনি বিকেএসপি এবং সেনাবাহিনীর নারী ফুটবল টীমের  প্রীতি ম্যাচে উপস্থিত থাকেন।

প্রীতি ম্যাচে তার সাথে ছিলেন বিকেএসপি’র প্রশিক্ষণ পরিচালক কর্ণেল মোঃ মাবুদ হাসান, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ ইমরান হাসান ও ফুটবল বিভাগের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!