নিজস্ব সংবাদদাতা
“এবার উন্নয়ন বাজেটের (এডিপি) সংশোধনের ক্ষেত্রে দেশের নিজস্ব অর্থের চেয়ে বিদেশি অর্থায়ন বেশি হতে পারে। সেক্ষেত্রে উন্নয়ন বাজেটের প্রায় ৬০ ভাগ আসবে বৈদেশিক ঋণ থেকে আর ৪০ ভাগ হবে দেশীয় অর্থায়ন থেকে । দেশের রাজস্ব আয়ের বৃদ্ধি না হওয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে। “এমন মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
২ ফেব্রুয়ারি, রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠকের পর একটি ব্রিফিংয়ে এসব বলেন তিনি।
ড. ওয়াহিদউদ্দিন মহামুদ জানান, বৈদেশিক ঋণ বেশি নেয়া হলেও তা যেন উৎপাদনশীল কোনও কাজে লাগানো যায় সে বিষয়টি আমলে নেয়া হয়েছে। আর বৈদেশিক ঋণ নেওয়ার পর তা রপ্তানি খাতে ব্যয় হবে।
তিনি আরও জানান, চলমান প্রকল্পগুলো চলছেই। সেগুলোতো আর মাঝপথে বন্ধ করে দেওয়া যাবে না। তবে অবকাঠামোগত অংশ বাদ দিয়ে ব্যয় করা হবে মানবসম্পদ উন্নয়ন খাতে । যেমন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা স্কুলের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। কিন্তু সেগুলোতে কীভাবে যন্ত্রপাতি পরিচালনা হয় তা শেখানোর মতো দক্ষ প্রশিক্ষক নেই। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০ ভাগ শিক্ষকই নেই। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।