নিজস্ব সংবাদদাতা
দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অপারেশন ডেভিল হান্টে এই পর্যন্ত ৫শ ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ১হাজার ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার, ১২ ফেব্রুয়ারি পুলিশ হেড কোয়ার্টারস একটি বার্তার মাধ্যমে জানায়, গত ১ দিন তথা ২৪ ঘণ্টায় এই অপারেশনে ৫শ ৯১ জনকে এবং এছাড়াও এর সাথে আরও ১ হাজার ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় বিদেশি ১টি পিস্তল, ১টি ১লজি, গুলি, চাপাতি, ৪টি শুটারগান, রাম দা, কুড়াল, হাতুড়ি, করাত ও লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সারাদেশে সর্বসাকুল্যে গ্রেফতার হল ১হাজার ৬শ ৮৫ জন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরি গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে কোন ‘শয়তান যেন কোনোভাবেই পালাতে না পারে।“