আজকের সংবাদ ডেস্ক
কুড়িগ্রাম থেকে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় আঃলীগ ও সাবেক ছাত্রলীগ নেত্রী দোলনা আক্তার (২৭)। ১৬ ফেব্রুয়ারি, রবিবার রাত আনুমানিক ৮টায় ফুলবাড়ী থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
দোলনা ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় নেত্রী ছিলেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় আঃলীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির একজন সদস্য। দোলনা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ এলাকার বাসিন্দা দুলাল হোসেনের মেয়ে।
জানা যায়, দোলনা ঢাকা থেকে গোপনে গ্রামের বাড়িতে এসেছিলেন।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর দোলনা ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সারাদেশে অপা : ডেভিল হান্ট শুরুর পর গ্রেফতার হওয়া থেকে বাঁচতে গ্রামের বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, দোলনাকে ২০২৪ সালের ৪ আগস্ট ফুলবাড়ী উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার, ১৭ ফেব্রুয়ারি সকালে তাকে আদালতে হাজির করা হবে।