লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাটে অবস্থিত ফুলগাছ উচ্চ বিদ্যালয় ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এস এস সি পরীক্ষার্থীদের জন্য বিদায়, নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের জন্য নবীনবরণ, স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী।
ওই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সা. সম্পাদক জাহিদ হাসান মজনু এবং দ্বিতীয় পর্বে জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহ : শিক্ষক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক শামস বিন শাহরিয়ার নাঈম, বিএনপির মোগলহাট ইউপি’র ৮নং ওয়ার্ড সভাপতি মতিউল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।