March 13, 2025
জেল থেকে পালিয়ে যাওয়া ৭শ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জেল থেকে পালিয়ে যাওয়া ৭শ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা

স্বরাষ্ট্র উপদেষ্টা, লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আ. লীগ সরকার পতন হওয়ার পরে বিভিন্ন কারাগার থেকে যে আসামিরা পালিয়ে গেছে। তাদের মধ্যে পালিয়ে যাওয়া ৭০০ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

ওই সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এই কথা জানান তিনি।

তিনি ২৬ জানুয়ারি, রবিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরদির্শন করেন এবং জরুরি সেবার উদ্বোধন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জরুরি হটলাইন নম্বর ০৯৬১২০২১৬৯০ তে ফোন করে একজন বন্দী কোথায় আছে সেই তথ্য কিংবা তাদের প্যারোলে মুক্তি সংক্রান্ত তথ্য, তাদের শারীরিক অবস্থা, হাজিরা, কথা বলার তারিখ ইত্যাদি জানা যাবে। তাদের স্বজনরা উল্লিখিত হটলাইন নম্বরে ফোন দিলেই সকল তথ্য জানবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!