March 13, 2025
সুপার সিক্স থেকেই ঘরে ফিরতে হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে

সুপার সিক্স থেকেই ঘরে ফিরতে হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে

আজকের সংবাদ ডেস্ক

বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট টীমকে ঘরে ফিরতে হচ্ছে। আজকে সুপার সিক্সের ভারতের নারী ক্রিকেট টীমের কাছে ৮ উইকেটে পরাজিত হন তারা। আর তাই  টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শেষ ছয়ের বাংলাদেশ দল এর প্রথম ম্যাচে টসে হেরে যায়।  প্রথমে ব্যাটিং করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে রান করেন ৬৪। দলের অধিনায়ক সুমাইয়া আক্তার অবশ্য ২১ রান করেন ও অপরাজিত থাকেন। এর মধ্যে ১টি বাউন্ডারি করেন তিনি।

অপরদিকে  ভারত দল ৭৭ বল বাকি থাকতেই ২ উইকেট খুইয়ে কাঙ্ক্ষিত জয় অর্জন করে। ভারতের বৈষ্ণবী শর্মাই মূলত বাংলাদেশকে ধ্বসের মুখে ফেলে দেন। তিনি ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি ইউকেট নিজের ঝুলিতে যোগ করেন।

উল্লেখ্য, সুপার ছয়ে (সিক্স) প্রতিটি দলের রয়েছে দুইটি করে ম্যাচ। বাংলাদেশসহ এই গ্রুপের অন্যান্য দলের পক্ষে ৬ পয়েন্ট পাওয়া অসম্ভব। যার ফলে অস্ট্রেলিয়ার সাথে ভারতের সেমিফাইনাল খেলা আজকের ম্যাচের পর নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!