কুড়িগ্রাম সংবাদদাতা
দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় এনে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনায় সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রামে চলছে এই অভিযান।
কুড়িগ্রামে ২ দিনে বিভিন্ন উপজেলায় অপারেশন চলাকালে ১৪ জন গ্রেফতার হয়েছে।
সোমবার রাতে জেলার সদর উপজেলাসহ নাগেশ্বরী, ফুলবাড়ী ও রাজিবপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- যুবলীগ সদস্য সাজু মিয়া, নুনখাওয়া ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক তৈয়বুর রহমান , সন্তোষপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সা. সম্পাদক আইয়ুব আলী, নারায়নপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন, কাশিপুর ইউনিয়নের আওয়ামীলীগ সা. সম্পাদক শংকর কুমার সেন, নাওডাঙ্গা ইউনিয়নের আঃলীগের সহ-সভাপতি সমেশ উদ্দিন এবং রাজিবপুর আঃলীগের সদস্য আলাল উদ্দিন।
মঙ্গলবার বিভিন্ন উপজেলা থেকে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদরের ঘোগাদহ ইউনিয়নের মৎসজীবিলীগের সদস্য বাচ্চু মিয়া, পাঁচগাছি ইউনিয়নের প্রজন্মলীগের সা. সম্পাদক শাহজাহান হোসেন সাদ্দাম, উলিপুরের গুনাইগাছ ইউনিয়ন আঃ লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম ফুলু, নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ম সা. সম্পাদক খোরশেদ আলম লিটন, ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আঃলীগের সা. সম্পাদক অবির উদ্দিন, তিলাই ইউনিয়নের যুবলীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও কচাকাটা নারায়নপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন।