কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার তিস্তা নদী রক্ষা আন্দোলন এর আয়োজনে সরকারি মীর ইসমাঈল হোসেন ডিগ্রি কলেজ মাঠে ওই সমাবেশে এই সমাবেশ উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু,।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনে কুড়িগ্রামের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য হাসিবুর রহমান হাসিব,শফিকুল ইসলাম বেবু, প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তার ভাঙ্গনে বছরে হাজার হাজার মানুষ হারিয়ে ফেলে তাদের ঘরবাড়ি। ফলে তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ,লালমনিরহাট, এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয় ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে হাজার-হাজার কোটি টাকা । তিস্তার ন্যায্য হিস্যা ও তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার চরে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি মোট ৪৮ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা দেন তারা।